শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   কার্তিক ৩০ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

ডুয়েট সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহতাব সাধারণ সম্পাদক মনির

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫  

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজিপুর (ডুয়েট) এর সাংবাদিক সংগঠন ডুয়েট সাংবাদিক সমিতির (ডুয়েটসাস) ২০২৫–২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।  

 

 ১৪ নভেম্বর ২০২৫, রোজ শুক্রবার “ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী–২০২৫” অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উক্ত কমিটি ঘোষণা করা হয়। ২০২৫–২৬ মেয়াদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিঃ মো: হাবিবুর রহমান। 

 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পাবলিকিয়ান টুডে ও BDN71–এর ডুয়েট প্রতিনিধি মাহতাব হোসেন দোলন।

 

সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুর রহমান সাব্বির, পরান হোসেন ও হৃদয় হোসাইন। 

 

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাগরিক ভাবনার ডুয়েট প্রতিনিধি মনির হোসেন।

সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ চিত্র ও আলোকিত সকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুল ইসলাম।

 

দপ্তর সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আসিফ আকাশ , কোষাধক্ষ গার্ডিয়ান বাংলা নিউজের প্রতিনিধি সাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সংবাদ লাইভ২৪.কম এর প্রতিনিধি তারিকুল ইসলাম।

 

প্রচার ও মিডিয়া সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মো. রিয়াদ হোসেন , সহ–প্রচার ও মিডিয়া সম্পাদক এনপিবি নিউজ.কম এর প্রতিনিধি আব্দুল কাদের, গ্রন্থাগার সম্পাদক আমার ক্যাম্পাস এর প্রতিনিধি জোবায়েদ হোসেন।

 

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির হোসাইন জিসান , দিজিবাংলাটেক.নিউজ এর ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম উদ্দিন এবং মো. শরিফুল ইসলাম।  

 

নতুন নেতৃত্বের মাধ্যমে ডুয়েট সাংবাদিক সমিতি ডুয়েট ক্যাম্পাসে সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সফট স্কিলস বৃদ্ধি এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস এবং ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ আল মাহমুদ রাজ, সাবেক সভাপতি ইঞ্জিঃ লতিফ গাজী, এছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর