মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য: জামায়াত নেতা অব্যাহতি

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শেষ পর্যন্ত দলীয় পদ হারালেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান। সোমবার (২৬ জানুয়ারি) বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

 

ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে, পাথরঘাটার কাটাখালী এলাকায় জামায়াত মনোনীত প্রার্থীর এক নির্বাচনী সভায়। সেখানে বক্তব্য দিতে গিয়ে শামীম আহসান বলেন, "যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে।" তাঁর এই বক্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সাবেক ডাকসু নেতারা এই মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

 

পরিস্থিতি বেগতিক দেখে রোববার রাতে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেও পার পাননি এই জামায়াত নেতা। জেলা জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শামীম আহসানের এমন 'বেফাঁস' মন্তব্যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এটি জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ফলে তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরো খবর