সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫২

চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে।

মারা যাওয়া দু’জন হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার মতি মোল্লা (৫৫) ও রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার মুন্নাফ (৭০)

রোববার (১২ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২০১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬১ জন।


তিনি আরো জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৯২ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে কিছুটা বেড়েছে।আমাদের আরো সতর্ক হতে হবে।

এই বিভাগের আরো খবর