সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

গাজীপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩  

গাজীপুরের শ্রীপুরে, দৈনিক আজকের পত্রিকা'র শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও স্মারক লিপি দিয়েছে সাংবাদিকরা।

৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রীপুরে কর্মরত সংবাদকর্মীরা।

শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক আব্দুস ছালাম রানা'র সভাপতিত্বে, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন। শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বনিকবার্তার গাজীপুর প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, ডাকা টামইস শ্রীপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, ভোরের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, দৈনিক জনতার শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও মোঃ উজ্জল মিয়া, দৈনিক দেশের পত্র পত্রিকার শ্রীপুর প্রতিনিধি শাহাদাত হোসাইন আবির প্রমুখ। 

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাতুল মন্ডলের ওপর হামলা, মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মারধর বা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেক সাংবাদিক। আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদে করতে হবে। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আমরা হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক মোশাররফ হোসাইন,সাংবাদিক সিহাব খান, সাংবাদিক  মেহেদী হাসান লিটন, সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক আসাদুজ্জামান বিপু, সাংবাদিক সাইফুল আলম সুমন, সাংবাদিক আনোয়ার হোসেন, শ্রীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু, সাংবাদিক মোজাহিদ, সাংবাদিক জোনায়েদ, সাংবাদিক আরিফ মন্ডল,সাংবাদিক আতিকুল রহমান (এলএলবি) সাংবাদিক রুমান আহমেদ, সাংবাদিক হিমু, সাংবাদিক আরিফ প্রধান, সাংবাদিক তানভীর আহমেদ, রমজান আলী রুবেল,সাংবাদিক শেখ  হুমায়ুন কবির প্রমুখ।

এই বিভাগের আরো খবর