শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৯

ঈদের আগে ত্বকের যত্নে ফেস প্যাক

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। একমাস রোজা এবং গরমের  কারণে অনেকেরই ত্বকের অবস্থা শোচণীয়। বিশেষ করে পানিশূন্যতার ফলে কারও কারও হয়ে উঠেছে ক্লান্ত, মলিন। ঈদের আগে ত্বকের ক্লান্তিভাব দূর করে উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন ঘরোয়া ফেস মাস্ক। যেমন-

১.দুধ ও ময়দার মাস্ক 

যা যা লাগবে : ৩ টেবিল চামচ ময়দা, এ কাপের এক চতুর্থাংশ পরিমাণে দুধ, ১ টা লেবুর রস 

মাস্ক তৈরির পদ্ধতি : সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি কমপক্ষে ২০ মিনিট মুখে মাখিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।ভাল ফল পেতে সপ্তাহে তিনদিন এটা ব্যবহার করতে পারেন। 

মেয়োনিজ দিয়ে মাস্ক 

উপকরণ : ছোট এক কাপের আধা কাপ মেয়োনিজ, একটা ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ টক দই, আধা চামচ অলিভ অয়েল

যেভাবে তৈরি করবেন : সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ৩ মিনিট রেখে দিন। এরপর তা মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

বেসনের মাস্ক 

উপকরণ : ১ টা টমেটো, ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ লেবুর রস 

যেভাবে মাস্কটি তৈরি করবেন: টমেটোর রস বের করে তাতে বেসন আর লেবুর রস যোগ করুন। এবার পেস্টটি সারা মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।