সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৪ ১৪৩১   ০৭ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২

আগামীর বাংলাদেশ গড়তে দ্রুত নির্বাচন চাই: ড. মোশাররফ হোসেন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  

গতকাল  বিকালে রাজধানীর কাকরাইলের আই ডি ই বি ভবনে  ড.মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দাউদকান্দি, তিতাস, হোমনা,মেঘনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির  স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে আত্ম ত্যাগকারী  ছাত্র জনতার চেতনাকে ধারন করেই আগামীতে ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়তে হবে। 

ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত অন্তরবর্তি কালীন  সরকাের যদি তাদের সম্নান নিয়ে বিদায় নিতে চায় তা হলে তাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের পছন্দের  নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়া। 

তিনি আর-ও বলেন  সেই লক্ষ্যকে সামনে রেখেই দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে  নির্বাচন কমিশনের একটা নির্বাচনী রোড ম্যাপ তৈরি করতে হবে।  ড, মোশাররফ বলেন, একটি অনির্বাচিত সরকারের পক্ষে সৈরাচার আওয়ামী লীগ কর্তৃক ধ্বংস করে যাওয়া রাষ্ট্রের সকল কাঠামো সংস্কার করা কোনভাবেই সম্ভব না।  একটি নির্বাচিত সরকারকেই সকল পদক্ষেপ নিতে হবে। 

তাই আমি বলতে চাই  সকল দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত  নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে ড. মোশাররফ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বৈষম্য বিরোধী গনতান্ত্রিক সরকার কায়েমের জন্য আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে । 

ড.মোশাররফ বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুসাস্থ্য কামনা ও নিহতদের রুমের মাগফিরাত কামনা করেন এবং  তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।ড.মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যান কর্মসূচীর সভাপতি ডা: সাহিদুল হাসান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

ফাউন্ডেশনের যুব কল্যান কর্মসূচীর সাধারণ সম্পাদক এনামুল হক সফরের  উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ মিজানুর রহমান,  কুমিল্লা উত্তর জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক জসিম উদদীন আহমেদ, আবুল হাশেম সরকার, সাইফুল ইসলাম ভুইয়া, চিন বাংলাদেশ মৈত্রী সমিতির মহাসচিব জালাল উদ্দীন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  সাদেক হোসেন সরকার, দাউদ কান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোঃ সেলিম, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া  সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে চার উপজেলার হতাহতদের প্রায় সারে সাতশ পরিবারের সদস্যদের মধ্যে  আট লক্ষাধীক টাকা নগদ সহায়তা প্রদান করা হয় বলে জানা  যায়। 

এই বিভাগের আরো খবর