রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

আওয়ামীলীগের শাটডাউনে গোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা-বাস বন্ধ

রান্নু,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

আওয়ামীলীগের সভাপতি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ডাকা শাটডাউনের কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সশরীরে ক্লাস, পরীক্ষা ও পরিবহন বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে। 

 

 

গতকাল মধ্যরাতে (১৫ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি, পরিবহন প্রশাসন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ক্লাস প্রতিনিধিদের সমন্বয়ে মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে সশরীরে ক্লাসের বিষয়ে সভাপতি ও ডিনরা সিদ্ধান্ত গ্রহণ বলে জানানো হয়েছে। এছাড়া, অনলাইন প্ল্যাটফর্ম 'জুম' এ ক্লাস নেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।

 

এদিকে কর্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ডাকা শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ব্যঙ্গ করে বলছেন 'এটি আওয়ামী প্রশাসন'।

 

ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, দু'দিন পরপর লীগ হরতাল, অবরোধ, লকডাউন দিবে, তাই বলে দু'দিন পরপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বন্ধ (প্রায়ই বন্ধই) থাকবে, সামনে শীতের ছুটি, নির্বাচন,  মার্চে রোজা, শিক্ষার্থীরা সেমিস্টার শেষ করতে কি বছর শেষ করে দিবে? আর এইভাবে লীগের লকডাউন সফল করা, এটা কি জুলাই ২৪ এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্রশাসন থেকে প্রত্যাশিত?

 

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আজিজুর রহমান শান্ত বলেন, সন্ত্রাসী আওয়ামীলীগ এর শাটডাউন কর্মসূচি পালন করছে গোবিপ্রবি প্রশাসন। গত বৃহস্পতিবার হঠাৎ করে মধ্যরাতে প্রশাসন বাস চলাচল বন্ধের ঘোষনা করে এবং পরীক্ষা বন্ধ করে। আজ রাতে সকল ডিপার্টমেন্ট এর শিক্ষক ও সিআর দের নিয়ে মিটিং করে। পরীক্ষা ও বাস চলাচল  বন্ধের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বেশিরভাগ ই মতামত দেয়। দেশে এর আগে হরতাল, অবরধ, লকডাউন হয় নি? সরকার যেখানে পরিবহন চলার বিষয়ে সিদ্ধান্ত দেয় সেখানে গোবিপ্রবি প্রশাসন কেন পরিবহন বন্ধ রাখতে চায়?

 

ক্লাস হবে!পরীক্ষা হবে! বাস চলবে! আওয়ামী শাটডাউন বয়কট।

 

আল মাহমুদ নামক এক শিক্ষার্থী মন্তব্য করেন, আওয়ামী প্রশাসন আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতেছে।

 

এর আগে গত বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) আওয়ামীলীগের ডাকা লকডাউনের কারণেও সশরীরে ক্লাস, পরীক্ষা ও পরিবহন সেবা বন্ধ রাখে প্রশাসন।

এই বিভাগের আরো খবর