ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

নিজ উদ্যোগে মানবাধিকার কমিশনকে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

রফিকুল ইসলাম শান্ত

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মানবাধিকার রক্ষায় কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে জোরালো ভূমিকা পালন করতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন ।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিতে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  গেলে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।”

 “মানবাধিকার রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দানের পাশাপাশি এগুলোর বাস্তবায়নে মানবাধিকার কমিশনকে কাজ করারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর