বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৭ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

মাহফুজ ও আসিফের পদত্যাগের পর উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫  

উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর সরকারের পক্ষ থেকে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে নতুন দায়িত্ববিন্যাসের তথ্য নিশ্চিত করেছে।

 

সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে।

 

অপর দিকে, আসিফ মাহমুদ দায়িত্ব পালন করতেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আসিফ নজরুলকে, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান।

এই বিভাগের আরো খবর