ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৪৭

ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ

আবু নাঈম নোমান

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

গতকাল শনিবার ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের গেটে ইফতারের পূর্বমুহূর্তে গাড়ি চালক,হেলপার ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছে ঢাকা কলেজের একঝাক তরুণ শিক্ষার্থী।  তারা হলো ঢাকা কলেজের ইংরেজী বিভাগে অধ্যায়নরত ফয়েজ আহমেদ,সৌরভ আহমেদ,মেহেদী হাসান,পলাশ,জিদান কামরুল হক এবং রাহাত করিম প্রাণীবিদ্যা বিভাগ।

তারা রিক্সা চালক, বাস ড্রাইভার,হেলপার ও সাধারণ পথচারীদের মাঝে হাফ লিটারের প্রায় ১০০ পানির বোতল ফ্রী বিতরণ করেন। তাদের সাথে কথা বলে জানা যায়, নিজস্ব উদ্যেগে নৈতিক মানবিক বোধ থেকে তাদের এ মহৎ কাজ করা।  

ভবিষ্যতেও তারা এর থেকে আরো মহৎ কাজ করার পরিকল্পনা নিয়েছেন, তারা মানবতার কথা বলতে চান, এগিয়ে আসতে চান অসহায়দের কাছে। অসহায় মানুষদের পাশে থেকে সারা জীবন কাজ করতে চান। অর্থের যোগান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, অর্থের যোগান আমরাই দিয়েছি আমাদের পকেট খরচের থেকে বাঁচানো টাকা আর এসব ছোট খাটো কাজ করতে বেশী অর্থের প্রয়োজন হয়না। সবাই যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসতো তাহলে বাংলাদেশে গরীব,অসহায়,দুস্থ খুজে পাওয়া অসম্ভব হতো। তাদের এ মহৎ কাজকে স্বাগত জানিয়েছেন গাড়ি চালক,হেলপার ও পথচারীরা।

এই বিভাগের আরো খবর