বৃহস্পতিবার   ০৮ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০   ১৯ জ্বিলকদ ১৪৪৪

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০৯

দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দু'পক্ষের সবাই এসেছিলেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, আগামী মাসের (ফেব্রুয়ারি) যে কোনো সময় টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দু’পক্ষই সেই ইজতেমা করবে।’

তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) ধর্ম প্রতিমন্ত্রীর অফিসে সভা হবে; সেখানে কবে কখন কীভাবে ইজতেমা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন সিদ্ধান্ত হয়েছে উভয় পক্ষের দুজন সব সময় বসে সিদ্ধান্ত নেবেন। তারা যৌথভাবে বিশ্ব ইজতেমার নেতৃত্ব দেবেন।

ইজতেমায় দিল্লি মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভী সাহেব আসবেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি এই ইজতেমায় আসবেন না, সেই সিদ্ধান্ত হয়েছে’।