রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

সংযুক্তার সঙ্গে রোহন ভট্টাচার্যের প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সংযুক্তা চক্রবর্তীর সঙ্গে রোহন ভট্টাচার্যের প্রেমে পড়া নিয়ে গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। তাদের নাকি এক সঙ্গে দেখাও গিয়েছে। বিষয়টি ফাঁস করেছেন পরিচালক শৌভিক দে। 

তিনি বলেছেন, আমার আগামী ছবি মিষ্টি প্রেমের গল্প নিয়ে। সেখানেই নায়ক-নায়িকা তারা। 


ছবির নাম আপাতত আড়ালে রাখতে চাইছেন পরিচালক। কিন্তু গল্প বলেছেন। এই ছবিতে বিলেত ফেরত এক ছেলের গল্প। যে মা-বাবার বিবাহ-বার্ষিকী উপলক্ষে দেশে ফেরে। পরে এখানেই চাকরি নিয়ে থেকে যায়। তাদের বাড়িতে মানুষ এক মেয়ে। তার ছোটবেলার বান্ধবী। তার সঙ্গেই প্রেম। তাহলে সমস্যা কোথায়? পরিচালকের দাবি, সেটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। 

চারিদিকে ভিন্ন স্বাদের বিষয়। নয়তো রহস্য-রোমাঞ্চ। শৌভিক কেন প্রেমের ছবি বানাচ্ছেন? পরিচালকের যুক্তি, প্রেম কখনো পুরোনো হয় না। সম্পর্ক ধরে রাখতে ভয় পেলেও এই প্রজন্ম প্রেমে পড়ে। অনেকদিন বড়পর্দায় এই প্রজন্মের নায়ক-নায়িকাকে নিয়ে ভালোবাসার ছবি তৈরি হয়নি। সেই ভাবনা থেকেই এই ছবি।

রোহনকে বড়পর্দায় বড় করে দেখা যাবে দেবের ‌‌‌‌‌বাঘাযতীন ছবিতে। ওই ছবিতে তিনি বিপ্লবী।

এই বিভাগের আরো খবর