বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

নাঈমের ১ কোটি ১০ লাখ টাকার ভবিষ্যৎ কী?

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫  

বিপিএল শুরুর ঠিক এক দিন আগে বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দিয়েছে ‘ট্রায়াঙ্গুল সার্ভিস’। এর ফলে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে কেনা মোহাম্মদ নাঈমসহ অন্য ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের পাওনা আদায়ে তারা দায়িত্ব নিচ্ছে।

 

কেন সরে দাঁড়াল মালিকপক্ষ? ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ করতে না পারা এবং প্রত্যাশামাফিক স্পন্সর না পাওয়ার কারণে বিপিএল থেকে সরে দাঁড়াতে গভর্নিং কাউন্সিলের কাছে চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। তারা অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করলেও শেষ পর্যন্ত তাঁদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে।

 

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিসিবির পরিকল্পনা চট্টগ্রাম রয়্যালসের বর্তমান দায়িত্ব এখন বিসিবির হাতে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান আজ বৃহস্পতিবার সিলেটে প্রথম আলোকে বলেন:

‘আজ সকালে আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। যাঁদের কাছে আগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির বৈধ কাগজ আছে, তাঁরা পুরো টাকাই পাবেন। আর যাঁদের চুক্তির কাগজ নেই, তাঁদের সঙ্গে বিসিবি নতুন করে চুক্তি করবে।’

 

এর ফলে নিলামের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মোহাম্মদ নাঈমের ১ কোটি ১০ লাখ টাকা পাওয়ার পথ সুগম হচ্ছে, যদি তাঁর কাছে প্রয়োজনীয় দলিলাদি থাকে।

 

নতুন ম্যানেজমেন্টে যারা থাকছেন দলটি পরিচালনার জন্য বিসিবি ইতিমধ্যে একটি শক্তিশালী ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে। তারা হলেন:

  • মেন্টর: হাবিবুল বাশার সুমন

  • প্রধান কোচ: মিজানুর রহমান

  • ম্যানেজার: নাফিস ইকবাল

 

বিসিবির অধীনে নতুনভাবে দল গোছানোয় কিছুটা স্বস্তি ফিরলেও, টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এমন বিশৃঙ্খলা মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরো খবর