শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৫

নোয়াখালীতে অটো-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

 

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংষর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 


শনিবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে। 

নিহতের ভাই আজগর হোসেন জানান, তার ভাই সুবর্ণচেরর ছমিরহাট বাজারের একজন কাপড় দোকানদার। সে ঢাকা থেকে দোকানের জন্য কাপড় কিনে শনিবার সকালে সুবর্ণচর আসছিল। পথে পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার ভাই নিহত হয়। 

সুধারাম থানার ওসি নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর