বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৫০

টঙ্গীর বউবাজার এলাকা থেকে খোদ্দেরসহ দেহ ব্যবসায়ী আটক

আরিফ চৌধুরী:

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

গাজীপুরের টঙ্গী বউবাজার গাজীবাড়ী এলাকা থেকে অনৈতিক কর্মকাণ্ড ও দেহ ব্যাবসায়ী, খদ্দের ও পতিতাসহ ৪ জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত ৩ ঘটিকার সময় বউবাজার এলাকার রাশেদুল গাজীর বাড়ী থেকে দেহ বাবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দেহ ব্যবসার সরদারনী ১। ফেরদৌসী বেগম(৪০),স্বামী -লিটন ও তার সহযোগী
২। শারমিন রুমি(২০) পিতা – রহিজ উদ্দিন এবং খরিদ্দার ৩। হাসিবুল হাসান(২২) পিতা – আলমগীর হোসেন ৪। সোহাগ অনু(২৫) পিতা -মইদর আলী।

টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই শুভ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বউবাজার এলাকায় রাশেদুল গাজীর বাড়িতে দীর্ঘদিন যাবত দেহ ব্যবসাসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছে। তাই আমি সঙ্গীয় এস.আই হুমায়ুন এবং এ.এস.আই মোস্তফা কামালসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে বউ বাজার এলাকার রাশেদুল গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় দেহ ব্যবসার সরদারনি, পতিতা ও খোদ্দেরসহ চার জনকে আটক করি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর