ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৪ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৫

কলিজা খেয়ে নিব : মেসিদের এ কেমন হুমকি বলিভিয়া কোচের!

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০  

ব্রাজিলের মাঠে তাদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বলিভিয়া। তারাই দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনাকে ভয়ংকর এক হুমকি দিয়ে বসলো! বলিভিয়া কোচ সিজার ফেরিয়াস হুঙ্কার ছাড়লেন, মেসিদের কলিজা খেয়ে ছাড়বেন তারা।

বলিভিয়া কোচের এমন সাহসী উচ্চারণের পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। এবার খেলাটা হবে তাদের ঘরের মাঠ লা পাজে। যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৬৭ মিটার উঁচুতে।

বাইরে থেকে গিয়ে যে কোনো দলের জন্যই সেখানে মানিয়ে নেয়া খুব কষ্টকর। ২০১৩ সালে লা পাজে খেলতে গিয়ে বমি করেছিলেন আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসি, আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার লেগেছিল অক্সিজেন।

এই মাঠেই ২০০৯ সালে আর্জেন্টিনাকে ৬ গোল দিয়েছিল বলিভিয়া। জিতেছিল ৬-১ ব্যবধানে। এমনকি সর্বশেষ লড়াইয়েও তারা আলবিসেলেস্তেদের হারিয়েছে ২-০ গোলে। সেই সব কথা মাথায় রেখেই যেন হুঙ্কার ছাড়লেন বলিভিয়া কোচ সিজার ফেরিয়াস।

তিনি বলেন, ‘হার্নান্দো সাইলেসের লা পেজ স্টেডিয়ামে খেলা অন্য শহরের মতো নয়। এখানে অন্য শহরের মতো কিছুতে মিল নেই। বলিভিয়ানদের এখানে খেলার সময় ছোটখাটো বিষয় নিয়ে ভাবা বন্ধ করতে হবে। তারা আমাদের কদর্য বলুক, এটা কোনো ব্যাপার নয়। আমরা চাই উচ্চতার মধ্যে নিয়ে তাদের কলিজা খেয়ে দিতে।’

কাতার বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বুধবার দিবাগত রাত ২টায় বলিভিয়ার মুখোমুখি হবে আলবেসেলেস্তেরা। প্রতিপক্ষ কোচ যেমন হুমকি দিয়ে রাখলেন, দুশ্চিন্তা তো হওয়ারই কথা মেসিদের!

এই বিভাগের আরো খবর