শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

করোনা নিয়ন্ত্রণে পর্তুগালে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

 

পর্তুগালে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অবস্থার মেয়াদ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 
সোমবার এ মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। দেশটিতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ চলতে থাকায় প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সউসা শুক্রবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর আদেশে স্বাক্ষর করেন। 

তিনি আবারো মেয়াদ বাড়ানোর ও আভাস দেন। টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, করোনামহামারী প্রতিরোধের লড়াইয়ে যতোদিন প্রয়োজন ততোদিন জরুরি অবস্থা বহাল থাকবে।

প্রেসিডেন্ট বলেন, নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথমে দ্বিতীয় দফার সংক্রমণ চূড়ায় পৌঁছাতে পারে। তৃতীয় দফার সংক্রমণ শুরু হতে পারে আগামী বছরের প্রথম দিকে।

এদিকে দেশটির ৮০ শতাংশেরও বেশি লোক করোনা নিয়ন্ত্রণে আংশিক লকডাউনের আওতায় রয়েছে।

এছাড়া বেশি আক্রান্ত এলাকায় গত ৯ নভেম্বর থেকে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে। ওই সব এলাকার লোকজনকে বাড়ি থেকে অফিসের কাজ করতে হচ্ছে। তবে স্কুলসমূহ খোলা রাখা হয়েছে।

উল্লেখ্য,পর্তুগালের উত্তরাঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি।

এই বিভাগের আরো খবর