ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৪ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০২

করোনায় আক্রান্ত আজিজুল হাকিম দম্পতি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘তাদের শারীরিক কোনো জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই তারা চিকিৎসা নিচ্ছেন। গতকাল তাদের রক্তের কিছু পরীক্ষা করানো হয়েছে। রিপোর্টগুলো পাওয়ার পর পরবর্তী করণীয় জানাবেন ডাক্তাররা। তারা সবার দোয়া চেয়েছেন।’

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম। পরবর্তীতে টিভি নাটক করে পরিচিতি লাভ করেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলেমেয়ে রয়েছে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।

এই বিভাগের আরো খবর