বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯৩

আইসিইউতে সানাই

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত ভার্চ্যুয়াল জগতে আলোচিত সানাই মাহবুবের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি শাহিনা আফরোজ মিষ্টি এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে সানাইয়ের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করলে তাকে আইসিইউতি নেয়া হয়।

এর আগে জানা গেছে, সানাইয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর