শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

৭ দফা দাবিতে আমরণ অনশনে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

চার মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনসহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, এর আগে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি তিনি। এখন সাত দফা দাবি মেনে নেয়ার ক্ষেত্রে তার মুখের কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না। সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়ার প্রস্তাবকে উপাচার্য নাকোচ করেছেন। এতে করে আমাদের দাবি আদায়ে প্রশাসন টালবাহানার আশ্রয় নিয়েছে। সাত দফা দাবি মেনে নেয়ার সময়সীমা লিখিতভাবে না দেয়া পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাবো।

আন্দোলনের আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, আমরা অনশন করছি। প্রশাসনের পক্ষ থেকে এখনও আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। প্রশাসন সবসময়ই আমাদের আশ্বাস দেয়। সে আশ্বাস ফলপ্রসূ হয় না। আমাদের দাবি মানার আশ্বাস প্রেস রিলিজ আকারে প্রকাশ করলে আমরা আন্দোলন থেকে সরে আসব।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমিয়ে মানোন্নয়ন করা, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, চার মাসের মধ্যে জকসু নির্বাচন, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু, বিশ্ববিদ্যালয় থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ ও আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু এবং গবেষণা খাতে বাজেট বাড়ানো।

এই বিভাগের আরো খবর