শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০০

২২ সালের মার্চের মধ্যে ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

আগামী ২০২২ সালের মার্চের মধ্যে কোভ্যাক্সের অধীনে ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস কর্মী সুরক্ষা বিষয়ে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক ইনক্লুসিভ কনফারেন্স শেষে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যেখানে ১৩৫টি দেশে ভ্যাকসিন পায়নি এখনো সেখানে বাংলাদেশে অধিকাংশ মানুষ ভ্যাকসিন পেলেও ব্রিটেন বাংলাদেশকে রেড লিস্টে রাখাটা অযৌক্তিক। দেশে কোভিড পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে। কমছে সংক্রমণ, শনাক্তের হার ও মৃত্যু। অন্যদিকে, দিন দিন জোরদার হচ্ছে টিকা কার্যক্রম।

এরই মধ্যে পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছেন দেশের ৫ শতাংশ মানুষ এ কথা জানিয়ে তিনি জানান, ২০২২ সালের মার্চের মধ্যে কোভেক্সের অধীনে ২৪ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর