বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪১

১১ ল্যাডার পেলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ১১টি এরিয়েল প্ল্যাটফর্ম ল্যাডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।  

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে এ গাড়িগুলো হস্তান্তর করা হয়।

এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ফায়ার সার্ভিসে ১১টি ল্যাডার গাড়ি হস্তান্তর করা হয়। এর মধ্যে পাঁচ হলো ৩৮ মিটার উচ্চতার, চারটি ৫৬ মিটার উচ্চতার এবং দুটি ৬৪ মিটার উচ্চতার।

অনুষ্ঠানে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সব ধরনের দুর্যোগে প্রথম সাড়া দেয়।  এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকেপড়া বিপদগ্রস্তদের উদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোর ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক এবং বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য দেন। পরে প্রধান অতিথি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে গাড়িগুলোর চাবির রেপ্লিকা তুলে দেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বিএমটিএফের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর