শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৫

স্কুল সময় ১০টা থেকে ৩টা: বৈঠকে বসছেন প্রধান শিক্ষকরা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

 

বিদ্যালয়ের সময়সূচী সকাল ১০ হতে বিকাল ৩টা পর্যন্ত করাসহ বিভিন্ন বিষয়ে জরুরি সভার আহবান করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে (বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে) এই সভা অনুষ্ঠিত হবে।

সমিতির সভাপতি মো. বদরুল আলম (মুকুল) ও মহাসচিব মো. দেলোয়ার হোসেন (কুসুম) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে জানিয়েছেন।
 
সভায় আলোচনার বিষয়গুলো হলো- টাইমস্কেল মামলার আপিলের শুনানির নিস্পত্তি; বিদ্যালয়ের সময়সূচী সকাল ১০ হতে বিকাল ৩টা পর্যন্ত করা; চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরণ; সকল শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রতি ৩ বছর পূর্তিতে প্রদান।

তারা আরও জানায়, গত নভেম্বর মাসেই টাইমস্কেল সংক্রান্ত মামলার আপিলের শুনানির নিস্পত্তি শেষ হবার সম্ভাবনা ছিল। কিন্তু কজ লিষ্টে মামলার আপিলের শুনানির তালিকায় অনেক নিচে পড়ে থাকায় এবং মামলা নিস্পত্তি হতে কোর্টের দীর্ঘ সূত্রতার কারণে মামলার আপিলের শুনানি হতে সময় লেগে যাচ্ছে। শুনানি দ্রুত নিস্পত্তি করতে হলে মামলার তালিকার ক্রমিক নম্বর উপরের দিকে আনার ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরো খবর