সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৩

সেরা আবেদনময়ী সংবাদ পাঠক মেক্সিকোর গার্সিয়া

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

শোবিজ জগতের তারকাদের নিয়ে তালিকা হয় সেরা আবেদনময়ীর। মাঝে মাঝে সে তালিকায় স্থান করে নিতে দেখা যায় বিভিন্ন তারকা খেলোয়াড়কেও। কিন্তু সেসব ছাপিয়ে এবার আলোচনায় বিশ্বের সবচেয়ে আবেদনময়ী সংবাদ পাঠকের খবর।

মেক্সিকোর একটি টিভিতে আবহাওয়ার সংবাদ উপস্থাপনা করেন শখের মডেল ইয়ানেট গার্সিয়া। প্রকৃতির উষ্ণতা-শীতলতা, বাতাসের গতিবেগ জানানো যার কাজ সে নিজেই কিনা টিভির পর্দায় উত্তাপ ছড়িয়ে বেড়ান এই সংবাদ পাঠক।


সম্প্রতি প্লেবয় ও টিএমজে্য ম্যাগাজিনের নজরে আসেন এই আবহাওয়া সংবাদ পাঠক। এ দুটি ম্যাগাজিন ইয়ানেট গার্সিয়াকে দিয়েছেন সেরা আবেদনময়ী আবহাওয়ার সংবাদ পাঠকের খেতাব।

পেশায় সংবাদ পাঠক হলেও গার্সিয়া মেক্সিকোর নিজ বাড়িতে চালু করেছেন একটি মডেল প্রশিক্ষণ স্কুল। সেখানে তিনি উঠতি মডেলদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সংবাদ পাঠের পাশাপাশি তার শখের বড় একটি জায়গাজুড়ে রয়েছে মডেলিং!

এই বিভাগের আরো খবর