রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬০

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা

সিলেট জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অধিকাংশ অবহেলিত সাংবাদিকদের কথা বিবেচনা করে নতুন প্রেসক্লাবের উদ্যোক্তা হন জাকির হোসেন সুমন। জাকির হোসেন সুমন জাতীয় পত্রিকা দৈনিক তরুণ কন্ঠের সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত (৭ মার্চ) সাংবাদিক জাকির হোসেন সংবাদ সংগ্রহের জন্য প্রায় সাড়ে চার ঘন্টা অবস্থান করে বিকাল সাড়ে তিনটায়  কোর্ট থেকে বের হয়ে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওয়ানা হলে তার উপর অতর্কিত হামলা হয়। কোর্টের ভিতরে থাকা একদল শীর্ষ সন্ত্রাসী গেটের সামনের মেইন রোডে এসে অপহরণ ও ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা করে, এবং তার সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল এর চাবি ছিনিয়ে নেয়। তৎক্ষণাৎ জাকির হোসেন অর্থ ও মোটরসাইকেলের মায়া ত্যাগ করে প্রাণে বাঁচার জন্য ছুটে যায় কোর্টের সামনে দাড়িয়ে থাকা পুলিশের কাছে। এবং পুলিশের সহযোগীতায় প্রাণে বেচেঁ যায় জাকির হোসেন সুমন। মো.জাকির হোসেন সুমনের উপর হামলা, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় সিলেট (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় তিনি ১২ জনকে আসামী করে মামলা করেন। মামলার নিয়ন্ত্রণ নং-২৪৩/ মামলা নং (২৪) ১৮১/ মামলায় ১২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন-সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ১/ আলী আরসাব উরফে শেখ আরসাব সোহেল (৪০) গ্রাম গুড়িগাঁও মোহাম্মদপুর পিতা শেখ আজম আলী/ ২ সুহবান (৪৮) স্থায়ী গ্রাম টুকেরবাজার উপজেলা থানা জালালাবাদ সিলেট বর্তমান আম্বরখানা সিলেট। ৩/ফয়জুল ইসলাম উরফে লন্ডনী ফয়জুল  উপজেলা বিশ্বনাথ, বর্তমান জাফলং মামার বাজারে জামাই সুমন ভিলা মেলার মাঠ , ৪/ সুমন মিয়া উরফে মোল্লা সুমন (৪০) পিতা -পাখি মিয়া- গ্রাম নায়াবস্তি জাফলং চা বাগান। ৫/  ছাত্রদল নেতা সন্ত্রাসী সোহেল আহমদ, পিতা- মকর উদ্দিন, জাফলং কান্দিবস্তি। ৬/আজগর আলী,পিতা মৃত মুকবুল মিয়া- জাফলং নয়াবস্তি, ৭/ ফিরোজ উরফে ক্যাশিয়ার ফিরোজ(৩৭) পিতা-মো:মোস্তাফা, জাফলং কান্দিবস্তি। নাজিম উদ্দিন (৩৩) পিতা- মান্না মিয়া জাফলং গুচ্ছগ্রাম ( ১২ জনকে) মাজেদ আলী, পিতা আনতাজ আলী জাফলং কালিনগর, এজাহারভুক্ত এবং ৩/৪ অজ্ঞাত নামা করে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবু ফরহাদ বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেন থানার এএসআই মোস্তাফিজকে। পরে কোর্ট পুলিশ ও জেলা ডিবি-পুলিশের সহযোগীতায় ঘটনার সত্যতা নিশ্চিত হন। অপহরণ ও আক্রমণের বিষয়ে জাকির হোসেন সুমন বলেন, ঘঠনাকারী আসামীগণের বিরুদ্ধে তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদীতে বেপরোয়া চাঁদাবাজি ও সীমান্ত চোরাকারবারিদের নেতৃত্ব দেওয়া সীমন্তের রাজাদের বিরুদ্ধে একাধিক নিউজ প্রকাশ করার ফলে নিয়মিত চাঁদাবাজি করতে অসুবিধা হয় এবং মুখোশদারি রাজনৈতিকদের মুখে কলঙ্ক লেগে যায়। তাই তারা মনে করে তাকে ছিনতাই ও অপহরণ করে মেরে ফেললে তাদের অপরাধ রাজত্ব অটুট থাকবে। মামলার তদন্ত আলামতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু ফরহাদ জানান, কোতোয়ালি মডেল থানায় একরম ঘটনা নিন্দাজনক, আমরা অপরাধিদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নিবো এবং তাদের গ্রেফতারে আমাদের আইনি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর