শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২১ ১৪৩২   ১২ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তির তিন মাসেও মিলছে না পরিচয়

নজরুল ইসলাম, গাজীপুর 

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পুরুষ (৩০) নিহতের প্রায় তিন মাস পার হলেও পরিচয় পাওয়া যায়নি।

গত ১৭ই জুনে ভোর ৬টার দিকে হোতাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রায় তিন মাস পুলিশের নানা চেষ্টার পরও লাশটির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির একটি গাড়ি ঢাকার দিকে যাওয়ার পথে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ওই ব্যক্তি গুরুতর আহত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার পড়নে ছিল কালো রঙের একটি শার্ট ও জিন্সের প্যান্ট। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহামেদ জানান, বিভিন্ন মাধ্যমে আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়াও কারো কোনো স্বজন নিখোঁজ হয়ে থাকলে তারা বা তাদের স্বজনদের থানায় যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো খবর