মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে।

নিহত রেহেনা ওই গ্রামর আনায়ার হাসানের স্ত্রী।

আজ ০২.১২.২০২০ ইং (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিম পাড়া) গ্রামের নিহতের বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা ছেলে ইয়াসিন আরাফাত কে পুলিশের হাতে সোপর্দ করেছে। ইয়াসিন আরাফাত স্থানীয় বলদী ঘাট জে,এম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, ইয়াসিন আরাফাত মেধাবী ছাত্র। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এছাড়াও জানান সে অনেক কর্মঠ ও পরিশ্রমী।

অভিযুক্ত ইয়াসিন আরাফাত জানান, মা’র আত্মার শান্তির জন্য সে তার মা’কে খুন করছে। তবে এখন তার মা’র জন্য খুব কষ্ট লাগছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ইয়াসিন আরাফাত কে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর