বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

শেখ হাসিনার মামলার রায় কবে জানা যাবে আজ

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫  

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ ঘোষণা করা হতে পারে।

 

উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৩ অক্টোবর এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

 

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। একইসঙ্গে আদালত এলাকায় বহিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকেও সেনা মোতায়েনের জন্য সেনা সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

প্রসিকিউশনের ধারণা, আগামী সপ্তাহের যেকোনো দিনই রায় ঘোষণা করা হতে পারে। তাদের মতে, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার পর্যায়ে পৌঁছেছে।

 

শুনানিতে প্রসিকিউশন পক্ষ দাবি করেছে, শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দিয়ে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছিলেন। মামলায় ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যেখানে জুলাইয়ের গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রসিকিউশন বলছে, উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।

 

অন্যদিকে, শেখ হাসিনার সহযোগীরা রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব তৎপরতা পর্যবেক্ষণে রেখেছে এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের কিছু ব্যক্তি প্রপাগান্ডা চালাচ্ছে। তবে আমরা এটিকে বিচারপ্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে দেখি না।”

 

শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলা চলছে। এর মধ্যে জুলাই হত্যাকাণ্ডে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত মামলার রায় ঘোষণার তারিখ আজ নির্ধারিত হতে পারে।

 

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় এবং ২৩ অক্টোবর পর্যন্ত ১০৩ দিনের শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য করা হয়।

 

এই বিভাগের আরো খবর