রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

শিক্ষকদের অনশনস্থলে হাসনাত ও জারা, আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫  

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা। রোববার (১৯ অক্টোবর) ভোরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

গত ১৭ অক্টোবর দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের শিক্ষকরা। রবিবার পর্যন্ত টানা আটদিন ধরে আন্দোলন চলছে এবং প্রায় ৪২ ঘণ্টা ধরে অনশন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

 

আন্দোলনকারীদের দাবি, মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।

 

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।

 

শনিবার রাতে অধ্যক্ষ আজিজী ঘোষণা দেন, আজ শিক্ষকরা ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করবেন—যেখানে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে মিছিল করবেন।

 

তিনি বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নিরাপত্তা বা সম্মান পাচ্ছি না। তাই খালি থালা হাতে রাস্তায় নামা আমাদের বাধ্যবাধকতা নয়, এটা আমাদের বঞ্চনা ও অসম্মানের প্রতিবাদ।”

 

অধ্যক্ষ আজিজী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবি পূরণে দ্রুত সিদ্ধান্ত নিন। শিক্ষক সমাজ করুণা নয়, ন্যায্য অধিকার চায়।”

 

এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

 

বর্তমানে সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে, ফলে ক্লাস-পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
 

এই বিভাগের আরো খবর