বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬২

শরীয়তপুরে এ্যড. আবু হানিপ (এপিপি) এর ক্ষমতার বলে সরকারি গাছ কর্তন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত: ৫ জুলাই ২০২০  

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাহেরচর গ্রামে সরকারি গাছ কেটে নিচ্ছেন এ্যড. আবু হানিফ ( এপিপি) এর ক্ষমতা দেখিয়ে তার ছোট ভাই  শাকিল মাদবর। 

গত ৪ জুলাই শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি গাছ কেটে নিচ্ছেন শ্রমিকরা। শ্রমিক সবুজ মাদবর বলেন, আমরা গাছ কিনেছি মোস্তফা মাদবরের থেকে। ঘটনাস্থলে মোস্তফা মাদবরের ছোট ভাই শাকিল মাদবর এসে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এড. আবু হানিফের বাড়ি থেকে নাগেরপাড়া শরীয়তপুরের রাস্তার পাশে প্রায়  লক্ষাধিক টাকার মূল্যের গাছ কেটে নিলো শাকিল মাদবর। শাকিল মাদবর শ্রমিকদের দিয়ে সাংবাদিকদের সামনেই গাছের গোড়া মাটি দিয়ে এমন ভাবে ভরাট করে দেন যে কারও বুঝার সাধ্য নেই পূর্ব এখানে   গাছ ছিল।

পরে তার বড় ভাই শরীয়তপুর জর্জ কোর্টের এপিপি এড. আবু হানিফ ফোন দিয়ে সাংবাদিককে বলেন, ছোট ভাই আপনাদের সাথে বেয়াদবি করেছে বিধায় আমি দুঃখিত। এসব নিয়ে কিছু করার দরকার নাই।

এ বিষয়ে জানতে চাইলে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ বলেন, রাস্তার পাশের গাছ রাস্তা কর্তৃপক্ষের। এ গাছ কর্তন করতে হলে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। আমি আগামিকাল তদন্ত করে ব্যবস্থা

এই বিভাগের আরো খবর