শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ২০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭৫

শরীয়তপুরে অটো চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নুরজামাল শেখ, শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

শরীয়তপুর সদর পৌরসভা ৩নং ওয়ার্ডে অবস্থিত প্রেমতলা অটোগ্যারেজ হইতে অটো চোরচক্রের দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার।

গত ৭ ফেব্রুয়ারি ২০২১মাদারীপুর জেলা খোয়াজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী আব্দুস সালাম বেপারীর ছেলে টিপু বেপারীর নিজস্ব বেপারী মোটর গ্যারেজ হইতে দুইটি নতুন অটো ইজি বাইক চুরি হয়। চুরি যাওয়া অটো ইজি বাইক এর মালিক টিপু বেপারী গণমাধ্যমকে বলেন গত ৭ ফেব্রুয়ারি রাতে খোয়াজপুর  মডেরহাট বাজার আমার গ্যারেজ হইতে গ্যারেজের দুটি তালা ভেঙ্গে সাটারের লক ভেঙ্গে আমার দুইটি নতুন ইজি বাইক চুরি করে নিয়ে যায়। পরের দিন ৮ফেব্রুয়ারি আমি বাদী হয়ে মাদারীপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি টিপু বেপারী সহ সাত থেকে আটজন লোক নিয়ে বরিশাল চাঁদপুর-শরীয়তপুর মাদারীপুর শিবচর এর বিভিন্ন অটো গ্যারেজে গোপনে খোঁজাখুঁজি করি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শরীয়তপুর সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের কোটাপাড়া প্রেমতলা তুহিন মালের একটি অটো গ্যারেজ  রয়েছে ওই গ্যারেজে পুরাতন অটো ইজি বাইক ক্রয় বিক্রয় করা হয়। ওই সূত্র ধরে গত ২৪ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে টিপু বেপারী প্রেমতলা তুহিন মালের অটো গ্যারেজে ঢুকে তুহিন মালের সাথে সাক্ষাৎ করে বলেন আমার দুইটি অটো ইজি বাইক লাগবে,তখন তুহিন বলে আমার কাছে একটি বিক্রি করার মত  আছে। টিপু ব্যাপারী বলেন আমার ২ টি গাড়ি লাগবে, তখন তুহিন মাল বলেন আচ্ছা দেওয়া যাবে। তুহিন মাল গ্যারেজ এর ভিতরে রাখা দুইটি গাড়ি বিক্রয়ের জন্য টিপু বেপারীকে দেখালে টিপু ব্যাপারী ওই গাড়ি দুটিকে চিনতে পারে যে, ওই গাড়ি দুটি তার ওই চুরি যাওয়া গাড়ি। তখন টিপু বেপারী সুকৌশলে বুদ্ধি খাটিয়ে সাথে সাথে ৫০০০ টাকা বায়না করে ঐ গ্যারেজ থেকে বের হয়ে মাদারীপুর থানায় বিষয়টি অবগত করলে তখন মাদারীপুর থানার  অফিসার ইনচার্জ ঘটনাটি পালং থানায় বিষয়টি জানালে থানার পুলিশ এসআই মাসুদ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে তুহিন মালের গ্যারেজে ঢুকে গ্যারেজ মালিক তুহিন মাল ও জয়নালের মিস্ত্রি ভাতিজা আলামিন মালকে গ্রেফতার করে। জয়নাল মালের পুত্র আলামিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গণমাধ্যম ও পুলিশকে বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা আমার বাবা জানেন আমি এই গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে এসেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে জয়নাল মাল একজন অত্যন্ত ধুরন্ধর চালাক বটে এবং প্রতারক। এই অটো চোরের মূল হোতা জয়নাল মাল কুয়েত থেকে প্রবাসী শ্রমিকের টাকা আত্মসাৎ করে পালিয়ে বাংলাদেশে চলে আসে। এবং জয়নাল মাল শরীয়তপুর সদর পৌরসভা ৩ নং ওয়ার্ডের তালুকদার ফিলিং স্টেশনের সংলগ্ন একটি অটো ইজি বাইক গ্যারেজ দেন। জয়নাল মাল তার  পুত্র আলামিন মাল কে ওই গ্যারেজের পরিচালনার দায়িত্ব দেন। অটো চোরের হোতা জয়নাল, চুরি যাওয়া অটো বাইক অল্প দামে ক্রয় বিক্রয় করে কোটিপতি বনে গেছেন। আরও জানা গেছে এই জয়নাল মাল ওই স্থানে রাস্তার পাশে ভাই ভাই ফল ভান্ডার এর আড়ৎ  দিয়েছেন এবং ফল পরিবহনের জন্য একটি ট্রাক রয়েছে যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে অটো চোরের মূল হোতা জয়নাল এখন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে শরীয়তপুর সদর পৌরসভা প্রেমতলা অবস্থিত অটো গ্যারেজের মালিক গিয়াসউদ্দিন মালের পুত্র তুহিন মাল দীর্ঘ বছর যাবত শরীয়তপুর সহ বিভিন্ন জেলার চুরি যাওয়া অটো ইজি বাইক  স্বল্প দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছেন । এই তুহিন মাল ও আলামিন মাল গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে গোপনে তার গ্যারেজ এর ভিতরে রাখা চুরি যাওয়া অটো বাইক বিক্রয় কালে পুলিশের হাতে গ্রেফতার হন এবং বর্তমানে তারা মাদারীপুর জেলহাজতে রয়েছে।

মাদারীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া গণমাধ্যমকে বলেন গত ৮ ফেব্রুয়ারি চুরি যাওয়া অটো ইজি বাইক এর মালিক টিপু ব্যাপারী নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে এবং টিপুর ব্যাপারীর  সহযোগিতায় গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে শরীয়তপুরের প্রেমতলা অটো গ্যারেজ হইতে অটো চোর চক্রের ২ সদস্য গ্রেফতার করতে সক্ষম হই। অটো চোরের মূল হোতা জয়নাল মাল কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। অটো ইজি বাইক চুরি কে কেন্দ্র করে মাদারীপুর থানায় একটি মামলা হয়েছে। এবং মামলা নং - ৪৯-২৫/২/২০২১।

এই বিভাগের আরো খবর