সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৫

রাহুল-সায়নীর রোমান্স (ভিডিও)

প্রকাশিত: ৫ মে ২০১৯  

ছবি তৈরি হয়েছে রান্নার কাহিনি নিয়ে। সঙ্গে থাকছে থ্রিলার আর কমেডি। বাদ যায়নি রোমান্সও। তার মুখ্য ভূমিকায় থাকছেন টলিউডের রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সায়নী দত্ত।

জি বাংলার জন্য ছবিটি বানিয়েছেন মেঘদূত রুদ্র। নাম ‘জাদুর কড়াই’।

মেঘদূত প্রায় ১০ বছর ধরে খ্যাতনামা পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি চলচ্চিত্র বিষয়ক আর্কাইভেও বহু বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই সুবাদে বেশ কিছু ডকুমেন্টারিও বানিয়েছেন। তবে এককভাবে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা এটাই প্রথম।

চিত্রনাট্য অনুযায়ী, বিক্রম সেন জমিদার বংশের ছেলে। কিন্তু সেই জমিদারি এখন আর নেই। কলকাতায় ঐতিহাসিক সংগ্রহশালায় অ্যাকাউনট্যান্ট হিসেবে কাজ করেন বিক্রম। রান্নার খুব শখ। তাই রেস্তোরাঁ খুলতে চান। রান্নাকে কেন্দ্র করেই এর পর বিক্রমের জীবনে অনেক কিছু ঘটে যায়। এই চরিত্রে থাকছেন রাহুল।

সায়নীর চরিত্রের নাম রূপসা আরিফ। এ ছাড়া জয়দীপ কুণ্ড অভিনয় করছেন এক মাড়োয়ারি ভিলেনের চরিত্রে। আছেন অমিত সাহাও।

এই বিভাগের আরো খবর