শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫২

যৌন হয়রানি ‌রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স

প্রকাশিত: ১৭ মে ২০১৯  

ব‌রিশালে যৌন হয়রানি প্রতিরোধে প্রতি‌টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান। শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌন হয়রানির প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। পাশাপাশি সভায় জেলা প্রশাসক যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ দেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অভিযোগ বক্সটি লাগানো হবে, সেটি খোলার সময় একাধিক ব্যক্তি উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।
শাসনের ছুতোয় কোনো ছাত্রীর গায়ে হাত দেওয়া যাবে না বলে সতর্ক করেন জেলা প্রশাসক।
এছাড়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রতিনিয়ত সভা করাসহ কো‌চিং সেন্টার এবং নোটবুক বন্ধের জন্য এ সভায় নির্দেশ দেওয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসে‌নসহ সভায় বরিশালের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপ‌স্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর