সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

যাবজ্জীবন চেয়েছিল দুদক! কেন প্রত্যাশা পূরণ হলো না

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫  

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির একটি আলোচিত মামলায় রায়ের পর সন্তোষ প্রকাশ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী খান মো. মঈনুল হাসান জানিয়েছেন, তাঁরা প্রত্যাশা অনুযায়ী রায় পাননি এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আলাপ-আলোচনা করবেন।

 

আজ সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করেন।

 

আদালতের রায়

 

আদালত এই মামলায় মোট তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন:

 

  • শেখ হাসিনা (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী): ৫ বছরের কারাদণ্ড।

  • শেখ রেহানা (শেখ হাসিনার বোন): ৭ বছরের কারাদণ্ড।

  • টিউলিপ সিদ্দিক (ব্রিটিশ এমপি): ২ বছরের কারাদণ্ড।

 

এছাড়াও, মামলার অপর ১৪ জন আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 প্রত্যাশিত শাস্তি না পাওয়ায় হতাশ দুদক

 

রায় ঘোষণার পরপরই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী খান মো. মঈনুল হাসান।

তিনি বলেন:

 

“আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয় নাই। আমরা সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন চেয়েছিলাম।”

 

আইনজীবী মঈনুল হাসান জানান, তাঁরা শিগগিরই দুদকের সাথে বিস্তারিত আলাপ-আলোচনা করে এই রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ আপিলের সিদ্ধান্ত জানাবেন।

 

 আসামিদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা

 

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে অনেকে পলাতক রয়েছেন। টিউলিপ সিদ্দিকসহ অন্যান্য আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মঈনুল হাসান বলেন:

 

  • ইন্টারপোল: পলাতক আসামিদের যেসব দেশ থেকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।

  • টিউলিপ সিদ্দিক: ব্রিটিশ এমপি হওয়ায় তাঁকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অবগত করানো হবে। বাংলাদেশি আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই বিভাগের আরো খবর