শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৮

মোড়েলগঞ্জে শিক্ষা সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯  

বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার সকাল ১১টায় মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “লাইলী গফুর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি সাজেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম, ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন রিয়াজ। 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নাজনীন আক্তার, শিরীন আক্তার, প্রীতিলতা সরকার, মীনা দেবনাথ, হেলেনা খানম, রাজিয়া সুলতানা, ফয়জুন নাহার, জাহিদুল ইসলাম, রুবিনা ইয়াসমিন, রোজিনা আক্তার, লিপিকা মিস্ত্রী, সৈয়দা সুমি প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাশরুমে সিলিং ফ্যান ও হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।
 

এই বিভাগের আরো খবর