সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

সুমন হোসেন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহতরা হলেন মা লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা স্থানীয় প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

 

 

নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন।

 

  • দৃশ্য: তিনি সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকেই পুরো বাসা রক্তাক্ত দেখতে পান।

  • আবিষ্কার: প্রথমে তিনি মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী।

  • অজ্ঞাত তথ্য: ওই বাসায় একজন গৃহকর্মী সকালে কাজ করতে আসতেন, তবে আজ তিনি এসেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে মা-মেয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্তের কাজ করছে এবং এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর