রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩২

মাদক সন্ত্রাস জুয়া বেহায়াপনার বিরুদ্ধে টংগী ছাত্রলীগ

রায়হান মৃধা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

গাজীপুর টংগীর ৫০নং ওয়ার্ড টেকবাড়ি এলাকায় টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর সভাপতিত্বে বাড়িওয়ালা কল্যাণ সমিতির আয়োজনে মাদক,সন্ত্রাস, জুয়া ও সামাজিক অনুষ্ঠানের নামে বেহায়াপনার বিরুদ্ধে মত বিনিময় সভা পালিত হয়েছে। 

শনিবার ১৩ তারিখ বাদ মাগরিব গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫০ নং ওয়ার্ড টেকবাড়ি এলাকায় উক্ত মত বিনিময় সভা পালিত হয়।

উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার জনাব মোঃইলতুৎ মিশ- অপরাধ (দহ্মিন বিভাগ),  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ জাভেদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাজী আবু বকর সিদ্দিক, ও ৪৯ নং ওয়ার্ড এর জন প্রিয় কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ, টংগী পূর্ব থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মসজিদ আল-দিন এবং সাধারণ সম্পাদক বাড়িওয়ালা কল্যাণ সমিতি টেক বাড়ি  আরও উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক আশিক, শাহ ফরিদ, এ এস, আই স্বপন, আব্দুল আলিম এবং স্থানীয় ৫শতাধিক ধর্মপ্রাণ মুসলিম। 

এ ব্যপারে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি জনাব মোঃ ইলতুৎ মিশ বলেন জনসচেতনতাই পারে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, ও সকল প্রকার বেহায়াপনা রোধ করতে, তিনি আরও বলেন পুলিশই জনতা জনতাই পুলিশ, আমরা জনগনের সেবক, আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা নিরলস কাজ করে জাচ্ছি যা সফল করতে আপনার জনসচেতনতা এবং সার্বিক সহযোগিতা ছারা সম্ভব নয়। তাই সকলের মধ্যে ভাতৃত্বের ঐক্য গড়ে তুলুন এবং সমাজ কে সচেতন করুন আমরা পুলিশরা আপনাদেরকে দিন রাত নিরলস সেবা দিতে প্রস্তুত।

এই বিভাগের আরো খবর