বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ভারতের কাছে স্পষ্ট বার্তা: অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ নয়

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫  

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না—এ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

 

বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে তিনি এসব কথা বলেন।

 

এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।

 

অন্তর্বর্তী সরকারের সময় দিল্লি সফর

 

গত বছরের আগস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় উপদেষ্টার দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সফর করেছিলেন।

 

সংবেদনশীল প্রেক্ষাপট

 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এ সফর হচ্ছে এমন সময়ে, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।

 

দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা—তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা রয়েছে।

 

এই বিভাগের আরো খবর