বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৭ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

ভারত থেকে এসে পোশাকশিল্প ধ্বংসে পাঁয়তারা জগদীশ চক্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫  

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জগদীশ সিং পুলিশ হেফাজতে রয়েছেন। তবে বাইরে তার চক্র এখনো সক্রিয়। এদের গ্রেপ্তার করতে না পারলে পোশাকশিল্প হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পোশাকশিল্প সংশ্লিষ্টদের দাবি, জগদীশকে আরো অধিক সময় আইনি হেফাজতে রেখে এই পুরো সংঘবদ্ধ চক্রকে জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে।


তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে দীর্ঘদিন ধরে পোশাকশিল্প ধ্বংসে কাজ করছে চক্রটি।
খোঁজ নিয়ে জানা গেছে, জগদীশ সিং ভারতীয় নাগরিক। গত বছরের ১৪ সেপ্টেম্বর তার ভিসার মেয়াদ শেষ হয়েছে।


এর ১ বছর আগে বাংলাদেশে আসেন জগদীশ। এর পর থেকে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন তিনি। মূলত বাংলাদেশে বসেই একটি চক্র গড়ে তুলেছেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতিসহ ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।

গত ১২ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে আদালত জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে আবারও ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

জানা গেছে, জগদীশ সিং ১০-১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে।


সর্বশেষ দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন তিনি।
অভিযোগ রয়েছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন জগদীশ সিং। গড়ে তুলেছেন একটি প্রতারক চক্র। যারা দেশের অন্যতম প্রধান রপ্তানিশিল্প পোশাক খাত ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে।

জগদীশ সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলার নথি পাওয়া গেছে। যার মধ্যে একটি মামলার এজহারে বলা হয়েছে, আসামি জগদীশ সিংসহ আরো কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এপ্রিল মাসের ১৮ তারিখ আশুলিয়া থানায় মামলাটি করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে আশুলিয়া থানায় জগদীশ সিংয়ের বিরুদ্ধে ১৯ কোটি ১১ লাখ ২৯ হাজার ১২০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। এই মামলার বাদী মো. ওমর ফারুক হাফিজ।

পুলিশ জানিয়েছে, জগদীশকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে। জগদীশের সহযোগীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এই বিভাগের আরো খবর