মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

বেরোবি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে আজ মুখ খুলবেন হাসনাত আবদুল্লাহ

নাজমুল হুদা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আদালতে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য পেশ করা হবে।

 

 

প্রসিকিউশন জানিয়েছে, ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার জন্য আজ সকাল ১০টার পর ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আসতে পারেন।

  • আসামি: এ মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন (এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ) বর্তমানে গ্রেফতার আছেন। তবে সাবেক ভিসিসহ ২৪ জন আসামি এখনো পলাতক।

  • বিচারের অগ্রগতি: এর আগে, ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এই মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন।

 

জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সংগঠিত এই হত্যাকাণ্ডের বিচার চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এই বিভাগের আরো খবর