বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

বিয়ে করলেন অভিনেত্রী-উপস্থাপিকা মৌসুমী মৌ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪  

নতুন বছরের শুরুতেই শোবিজে পড়েছে বিয়ের ধুম। অল্প কিছুদিনে ব্যবধানে বিয়ে করেছেন শোবিজের বেশ কয়েকজন তারকা।

এবার বিয়ের পিঁড়িতে বসেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক।

বিয়ের খবর মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাকে পছন্দ করতেন। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

জানা গেছে, মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মৌ-এর স্বামী আরিফ লিখেছেন, ‘কবি কী বলেছেন, মনে আছে কিছু? আমি তো প্রেমে পড়িনি! প্রেম আমার ওপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমিই তার প্রেমে পড়েছি। পড়েছি তো পড়েছি, বিয়ে না করে আর উঠতে পারিনি।’ সবশেষ তিনবার আলহামদুলিল্লাহ লিখে সবার কাছে দোয়া চেয়েছেন আরিফ।

বিয়ে করলেন অভিনেত্রী-উপস্থাপিকা মৌসুমী মৌ

অন্যদিকে, মৌ’র প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করছেন তিনি। ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।

এই বিভাগের আরো খবর