শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫   কার্তিক ৯ ১৪৩২   ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

কিছু সবজির দাম কমতি, মাছ-মাংস এখনো চড়া

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫  

কিছু সবজির দাম কমতি, মাছ-মাংস এখনো চড়া
বাজারে আগাম শীতকালীন সবজির বাড়তি সরবরাহে কিছু সবজির দাম কমেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে শিমের দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে। এ ছাড়া টমেটো, আলু, পটোল ও ঢেঁড়সসহ বেশ কিছু সবজির দাম কমতির দিকে। তবে এখনো বেশির ভাগ সবজি প্রতি কেজি ৮০ টাকার মধ্যে।


আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা বলছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, এতে শিম-টমেটোসহ বেশ কিছু সবজির দাম অনেকটা কমে এসেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগেও রাজধানীর খুচরা বাজারে ২২০ থেকে ২৫০ টাকা ছিল।


বাজারে কাঁচা টমেটো চলে আসায় আমদানি করা পাকা টমেটোর দামও কমতে শুরু করেছে। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে এখন পাকা টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় লম্বা লাউ, পটোল, ঢেঁড়স ও কচুমুখীর দামও কিছুটা কম।
পটোল প্রতি কেজি ৭০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, কচুমুখী ৫০ থেকে ৬০ টাকা।


লম্বা লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা। কাঁচা মরিচের দাম কিছুটা কমে প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা। তবে বেগুন, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি, লতা, মিষ্টি কুমড়া, ফুলকপি—এসব সবজি এখনো আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন মানভেদে ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা ১০০ থেকে ১১০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০, চিচিঙ্গা ও ধুুন্দল ৮০, বরবটি ৮০ থেকে ১০০, লতি ৮০, মিষ্টিকুমড়া ৫৫ থেকে ৬০ টাকা কেজি।

ফুলকপি প্রতি পিস আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান কালের কণ্ঠকে বলেন, ‘সরবরাহ বাড়ার কারণে কিছু সবজির দাম কমলেও বেশির ভাগ সবজি এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে, সামনে সরবরাহ আরো বাড়লে সব ধরনের সবজির দাম কমে আসবে।’

বাজার ঘুরে দেখা গেছে, মাছ ও মাংসের বাড়তি দামের কারণে ফার্মের মুরগির ডিমের চাহিদা বেড়েছে। এতে ডিমের দামও কিছুটা বেড়ে প্রতি ডজন ১৫০ টাকায় উঠেছিল। তবে গত এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমে এখন খুচরায় ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মুরগি আগের দরেই রয়েছে। গতকাল বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা ও সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের প্রতি কেজি রুই মাছ ৩৫০ টাকা কেজি। বড় রুই মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা। বড় সাইজের তেলাপিয়া প্রতি কেজি ২৩০ থেকে ২৫০ টাকা। চাষের কই মাছ প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা। চিংড়ি আকারভেদে ৬৫০ থেকে ১০০০ টাকা কেজি। বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি চাহিদার পণ্য মসুর ডাল এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। খুচরায় ছোট দানার মসুর ডাল প্রতি কেজি ১৬০ টাকা। মাঝারি দানা ১৩০ থেকে ১৪০ টাকা ও বড় দানা ১১৫ থেকে ১২৫ টাকা। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা।

এই বিভাগের আরো খবর