শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

বিএনপির ৩১ দফা তরুণ সমাজের মেগনা কার্টা: শেখ ফরিদ উদ্দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাকে তরুণ সমাজের ‘মেগনা কার্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

 

গতকাল বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মোবাইল ফোনে কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“বিএনপির প্রতিষ্ঠাতা গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আধুনিক সংস্করণই হচ্ছে এই ৩১ দফা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার হবে এই ৩১ দফার ওপর ভিত্তি করে। তাই জনগণের কাছে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরতে হবে।”

 

প্রধান বক্তা ড. খন্দকার মারুফ হোসেন বলেন,

“১২ শতকে যুক্তরাজ্যে দেশ পরিচালনার জন্য প্রণীত ঐতিহাসিক চার্টার ‘মেগনা কার্টা’র মতোই আজকের তরুণ সমাজের জন্য তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা একটি দিকনির্দেশনা। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের রূপরেখা।”

 

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের নিজেদের আগে এই ৩১ দফা ভালোভাবে বুঝতে হবে। এরপর প্রতিটি গ্রাম ও বাড়িতে গিয়ে ছোট ছোট গ্রুপ করে ভোটারদের বুঝাতে হবে—বিএনপি ক্ষমতায় গেলে কী ধরনের উন্নয়ন করবে এবং জনগণের কল্যাণে কী কী কর্মসূচি বাস্তবায়ন করবে।”

 

কর্মশালায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ৩১ দফার বিস্তারিত আলোচনা করা হয়। মারুফ হোসেন জানান, “দেশ পুনর্গঠনে একমাত্র শক্তি জননেতা তারেক রহমান। তাঁর কর্মপদ্ধতি হচ্ছে ৩১ দফা, আর এই কৌশল বাস্তবায়ন করবে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাই।”

 

এর আগে এক সপ্তাহব্যাপী দাউদকান্দি উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর