বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

বাইসাইকেল কিকে মিল: ঢাকার মাঠের ঘটনার পুনরাবৃত্তি ইংল্যান্ডে

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫  

ঢাকায় হামজা যে নজির গড়েছিলেন, ইংল্যান্ডে ‘হুবহু’ তাই করলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী ক্রিশ্চিয়ান রোমেরো

 

ফুটবল মাঠে এমন কাকতালীয় ঘটনা বিরল। মাত্র ২০ দিন আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মিডফিল্ডার হামজা চৌধুরী নেপালের বিপক্ষে যে নজির গড়েছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা ক্রিশ্চিয়ান রোমেরো।

 

হামজা চৌধুরীর জোড়া গোল সত্ত্বেও নেপালের বিপক্ষে বাংলাদেশের ২-২ গোলের ড্রয়ের সেই স্মৃতি এবার ফিরে এলো প্রিমিয়ার লিগে। গত রাতে টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচে এই অদ্ভুত মিল দেখা যায়।

 

 

টটেনহ্যাম দুবার পিছিয়ে পড়েছিল নিউক্যাসলের বিপক্ষে। দুইবারই ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো দলকে সমতায় ফেরান। আর শেষ গোলটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

  • রোমেরোর গোল: ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কর্নার থেকে আসা বলে গোলের সামনে তালগোল পাকানো অবস্থায় লাফিয়ে উঠে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান রোমেরো। এই গোলটিই টটেনহ্যামকে হার থেকে রক্ষা করে।

  • হামজার নজির: এর ঠিক ২০ দিন আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে স্ট্রাইকার না হয়েও মিডফিল্ডার হামজা চৌধুরী গোল করেছিলেন দুটি, যার মধ্যে একটি ছিল অবিশ্বাস্য বাইসাইকেল কিক।

 

সবচেয়ে বড় কাকতাল: জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী নিজে ২টি গোল করেছিলেন এবং তাঁর দল ২-২ গোলে ড্র করেছিল। একইভাবে, প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ান রোমেরোও ২টি গোল করলেন এবং তার দল টটেনহ্যাম ২-২ গোলে ড্র করল।

 

জার্মান তারকা টমাস মুলারের বিরুদ্ধে লিওনেল মেসির ব্যক্তিগত দ্বৈরথের পর, এবার আরেক আর্জেন্টাইন বিশ্বজয়ীর সঙ্গে হামজা চৌধুরীর এই তুলনামূলক নজির তৈরি হলো ইউরোপীয় ফুটবলে।

 

 

 

ইউরোপীয় ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা বাইসাইকেল কিক থেকে গোল করার নজির স্থাপন করেছেন। তবে টটেনহ্যামের এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রোমেরো এবারই প্রথম এমন একটি গোল করলেন। কাকতালীয়ভাবে, জাতীয় স্টেডিয়ামে স্ট্রাইকার না হয়েও বাংলাদেশের হয়ে খেলতে নামা হামজা চৌধুরীর জন্যও এটি ছিল এক বিরল অর্জন।

এই বিভাগের আরো খবর