বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

চুপ কেন দীপিকা? বিতর্কিত চুক্তি নিয়ে কী বলছেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫  

বলিউড ও হলিউডে সাফল্যের চূড়ায় থাকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার সঙ্গে তাঁর কোটি টাকার চুক্তি বাতিল হয়ে যেতে পারে।

 

এই অপ্রত্যাশিত পরিস্থিতির পেছনে সরাসরি দীপিকার কোনো পেশাগত ত্রুটি না থাকলেও, তাঁর স্বামী অভিনেতা রণবীর সিংয়ের একটি বহুল বিতর্কিত নগ্ন ফটোশুটকে দায়ী করা হচ্ছে। এই ঘটনাটিই দীপিকার ‘শর্ত’ বা ‘ব্র্যান্ডের নীতি’-র ওপর প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

 

আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ব্যক্তিরা সাধারণত ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় কিছু 'নৈতিক শর্ত' (Moral Clause) বা আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। এই শর্তগুলো সাধারণত পার্টনার এবং পরিবারের সদস্যদের ওপরও প্রচ্ছন্নভাবে বর্তায়, যাতে তাদের কোনো বিতর্ক ব্র্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে।

 

  • গুঞ্জন: রণবীর সিংয়ের বিতর্কিত ফটোশুটটি ওই প্রসাধনী সংস্থার ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, প্রতিষ্ঠানটি এখন দীপিকার সঙ্গে তাদের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিটি পুনর্বিবেচনা করছে।

  • বাজারের প্রভাব: বিশ্লেষকদের মতে, রণবীরের সেই ঘটনাটি মিডিয়ায় যে নেতিবাচকতা তৈরি করেছিল, তার প্রভাব স্বাভাবিকভাবেই দীপিকার পেশাগত এবং ব্র্যান্ড ভ্যালুর ওপর এসে পড়েছে। দীপিকার মতো 'এ-লিস্ট' তারকাদের চুক্তি নির্ভর করে সম্পূর্ণ বিতর্কহীন ভাবমূর্তির ওপর।

  • 'শর্তের কাল': ধারণা করা হচ্ছে, দীপিকার চুক্তিপত্রে থাকা ওই নৈতিক শর্তটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

 

 

দীপিকা পাড়ুকোন বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম এবং তাঁর ব্র্যান্ড পোর্টফোলিও অত্যন্ত সমৃদ্ধ।

 

একটি বড় বৈশ্বিক চুক্তি বাতিল হলে তাঁর আর্থিক ক্ষতি কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। যদিও দীপিকা বা ওই সংস্থা কেউই আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল হওয়ার খবর নিশ্চিত করেনি, তবে মুম্বাইয়ের বাণিজ্য মহলগুলোতে এই খবরটি নিয়ে তীব্র আলোচনা চলছে।

 

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং উভয়েই প্রায়শই তাদের প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কিন্তু এবার এই ব্যক্তিগত বিতর্কই হয়তো দীপিকার পেশাগত জীবনের জন্য কাল হয়ে দাঁড়াল।

এই বিভাগের আরো খবর