বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫  

বলিউডে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিকে বৈষম্য বহুদিনের আলোচিত বিষয়। এবার সেই ইস্যুতে সরব হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি মনে করেন, নায়িকারা এখনো উপযুক্ত মূল্যায়ন ও সম্মান পাচ্ছেন না।

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাধুরী জানান, “শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রায় সব কর্পোরেট ক্ষেত্রেই আছে। কিন্তু সিনেমায় নায়িকারা এখনও প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক পান না—এই বৈষম্য বন্ধ হওয়া উচিত।”

 

মাধুরী দীক্ষিত। ছবি: ফেসবুক

 

ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের বড় বড় নায়কদের সঙ্গে ব্লকবাস্টার কাজ করেছেন মাধুরী—অনিল কাপুর, আমির খান, সালমান খান, শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ প্রথম সারির সব নায়কের বিপরীতে তাঁকে দেখা গেছে। কিন্তু সেই অভিজ্ঞতা দিয়েই তিনি জানালেন, ‘নায়িকা হওয়া মানেই কম পারিশ্রমিক—এটাই যেন নিয়ম! দীর্ঘদিন লড়ে আসছি। বলছি, নায়িকাদেরও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। অভিনেতাদের চেয়ে বেশি নয়, কিন্তু ন্যায্য সমতা প্রয়োজন।’

 

এছাড়া দীপিকা পাড়ুকোনের সম্প্রতি আলোচিত ৮ ঘণ্টার নির্দিষ্ট শুটিং সময়ের দাবির বিষয়েও মত দেন মাধুরী। তিনি বলেন, “আমরা একেক সময় ১২ ঘণ্টা বা তার বেশি কাজ করেছি। আমি কাজ করতে ভালোবাসি—তাই আলাদাভাবে দেখি। কিন্তু কোনো নায়িকা যদি নির্দিষ্ট সময়েই কাজ করতে চান, তবে সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও ওপর সময় চাপিয়ে দেওয়া উচিত নয়।”

 

দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেকেরই কাজের সময়সীমা নির্ধারণের স্বাধীনতা থাকা প্রয়োজন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই একজন শিল্পীর শক্তি।’

এই বিভাগের আরো খবর