বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

গায়ক পলাশের সঙ্গে গোপন প্রেম? মুখ খুললেন নন্দিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫  

বলিউডের আলোচিত গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক নন্দিকা দ্বিবেদীর গোপন প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন নন্দিকা। তাঁর বিরুদ্ধে পলাশ মুচ্ছল এবং ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সম্পর্ক ভাঙার অভিযোগ উঠলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

 

নন্দিকার সঙ্গে পলাশের বিয়েবাড়িতে তোলা কয়েকটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই গুঞ্জনের সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, বিয়েবাড়িতে পলাশ যে নারীকে চুম্বন করেছিলেন, তিনিই নন্দিকা এবং নন্দিকার জন্যই পলাশ ও স্মৃতির সম্পর্কে চিড় ধরেছে।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে নন্দিকা দ্বিবেদী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন।

 

নন্দিকা দ্বিবেদী লিখেছেন: "আমি স্পষ্ট করে বলতে চাই, aঅভিযোগটি একেবারেই সত্যি নয়। বিষয়টি অন্যের জন্য খুবই ব্যক্তিগত। কোনো সত্যতা ছাড়াই এ ধরনের গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা কারও সম্মান নষ্ট করতে পারে।"

 

তিনি জানান, মিথ্যা অভিযোগে তাঁর মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এই ধরনের গুজব বন্ধের অনুরোধ জানিয়েছেন এবং বিশ্বাস প্রকাশ করেছেন যে একদিন আসল সত্য প্রকাশিত হবে।

 

জানা গেছে, গত ২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। বাগ্দান থেকে গায়েহলুদ পর্যন্ত অনুষ্ঠান সম্পন্ন হলেও শেষ পর্যন্ত বিয়েটা আটকে যায়। এর মধ্যে স্মৃতির ভাইসহ ঘনিষ্ঠ বন্ধুরা পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করায় অনিশ্চয়তা আরও বাড়ে।

 

পলাশ বা স্মৃতি মান্ধানা— কেউই এই ব্যক্তিগত বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। এর আগে মেরি ডি’কস্তা নামে আরেক নারীর সঙ্গেও পলাশের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল, যা মেরি অস্বীকার করেছিলেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নন্দিকা পেশায় একজন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। তিনি মুম্বাইয়ে থাকেন এবং বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো–সিজারের সঙ্গে কাজ করেন। সেই সূত্রেই স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন তিনি।

 

এই বিভাগের আরো খবর