সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩০

বরগুনা তালতলীর একটি বাজার থেকে বিষাক্ত পিরহনা মাছ উদ্দ্বার!

অলিউল্লাহ ইমরানঃ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরহনা মাছ উদ্বার করা হয়েছে। বাজারে এক শ্রেনীর অসাধু মাছ বিক্রেতা নিষিদ্ধ বিষাক্ত পিরহনা মাছ বিক্রী করে আসছে।

বুধবার বিশ্বস্ত সুত্রে উপজেলার কড়ইবাড়িয়া বাজারে পিরহনা মাছ বিক্রীর সংবাদ পেয়ে উপজেলা সেনিটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম অভিযান চালান। অভিযানে সংবাদ পেয়ে মাছ বিক্রেতা সটকে পড়ে।

এ সময় বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি বিষাক্ত পিরহান মাছ উদ্বার করা হয়। সেনিটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম বলেন,উপকূলের বিভিন্ন বাজারে একশ্রেণীর অসাধু মাছ বিক্রেতা সহজ সরল মানুষকে রুপচাদা মাছ বলে পিরহনা মাছ দিয়ে দিচ্ছে।  মাছ না চেনার কারনে অনেকে এই বিষাক্ত মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।

এই মাছ খেলে জীবন বিপন্ন হবার আশংকা রয়েছে,যার জন্য এ মাছ বিক্রী -মজুদ সরকার নিষিদ্ধ করেছে।

এই বিভাগের আরো খবর