সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

বঙ্গমাতা গোল্ডকাপ খেলায় খিরাইকান্দি স্কুল বিভাগীয় সেমিফাইনালে

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

দেবিদ্বারের খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের সেমি ফাইনালে উত্তীর্ণ। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ২য় রাউন্ডের খেলায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল বালিকা দল নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার পশ্চিম চরজব্বার নিয়াজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীন হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে এই টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলার পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান, খিরাইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদের, টিম ম্যানেজার মেহেদী হাসান ও কোচ  কোহিনুর আক্তারসহ আরো অনেকে।
দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিভাগীয় পর্যায়ে উর্ত্তীণ হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তাদের অভিনন্দন জানান এবং ফাইনালে তাদের বিজয় কামনা করেন।

এই বিভাগের আরো খবর