বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬০

প্রেমিকের কারণে ভালোবাসা দিবস পছন্দ নয় আলিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। আর বিশেষ এই দিনকে ঘিরে সাজানো হয় নানা আয়োজন। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দিনটি উপভোগ করেন অনেকেই। তবে বিশেষ এই দিনটি একেবারেই অপছন্দ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের।

বর্তমানে সবচেয়ে সুন্দর সময় কাটছে আলিয়া ভাটের। বলা যায়, স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী।


তবে ভালোবাসা দিবস কেন অপছন্দ আলিয়ার? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।


সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানেই ভালোবাসা দিবসটি অপছন্দের কারণ খোলাসা করলেন তিনি।


অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আলিয়া বলেন, সিঙ্গেল থাকতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু ছুটির দিনগুলোতে আশপাশে বেশি কাপল দেখলে খুব বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় ‘ভালোবাসা দিবস’ একটু বেশিই বাড়াবাড়ি।


প্রেমিক নেই বলেই আলিয়া এমন কথা বলছেন? করণের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একবার তার এক প্রেমিক তাকে ভালোবাসা দিবসে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যতক্ষণ তারা একসঙ্গে ছিলেন ছেলেটি তার সঙ্গে কোনো কথা বলেনি। আর সে কারণেই আলিয়ার মনে হতো ভালোবাসা দিবস নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়।

এই বিভাগের আরো খবর